
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী ইসলামাইল সিদ্দিকী খোকন (৭০) আর নেই। তিনি সোমবার ভোর রাতের দিকে খুলনা একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম খোকন বাহিরদিয়া এলাকার মৃত কাজী সিদ্দিক হোসেনের ছেলে।
এদিন দুপুর আড়াইটার দিকে বাহিরদিয়া বালিয়ার মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে বাহিরদিয়া পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বারের মত দেথতে মরহুমের বাড়িতে উপস্থিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারস্যান শেখ মোস্তাহিদ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মো. রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি ও বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।