লোহাগড়া প্রতিনিধি : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী আননুর জাহান তাহা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেয় যার ফলে ঐ স্কুলকে শোকজ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। শোকজের চিঠি ও মেয়েটির ছবি মুহুর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যা আলোচনা সমালোচনার সৃষ্টি হয় দেশব্যাপি। তার এ সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। সারাদেশের মানুষের মন জয় করে নেয় লোহাগড়ার ছোট্ট মেয়ে আননূর জাহান তাহা। এদিকে তার পরিবারও ছিল চরম আতংক ও নিরাপত্তাহীনতায়। এসময় ঐ পরিবারকে সাহস ও দেখভালের দায়িত্ব নেন নড়াইল জেলা বিএনপি। শুক্রবার দুপুরে তার বাড়িতে এসে তার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দিতে আসেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, নড়াইল জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, লোহাগড়া আহবায়ক জি এম নজরুল ইসলাম, সদস্য সচিব কাজী সুলতান সেলিম, আবু হায়াত সাবুসহ নড়াইল জেলা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।