জন্মভূমি ডেস্ক : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে গণমিছিলে যোগ দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে রাজধানীর রামপুরা বেটার লাইভ হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং কমলাপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে বিপুল সংখ্যক নেতাকর্মীদের যোগ দিতে দেখা যায়। তাদের যৌথ কর্মসূচি গণমিছিল করে নয়াপল্টনে এসে গণসমাবেশের জন্য মিলিত হবে।
বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও উভয় পক্ষের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে কর্মসূচি পালন করবেন।
এ বছরের ১২ জুলাই বিএনপি ও সমমনা দলগুলো দাবি আদায়ে এক দফা আন্দোলনের ঘোষণা দেয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে গত ডিসেম্বরে বিএনপি ও সমমনা দল এবং জোট একযোগে আন্দোলন শুরু করে।