
জন্মভূমি ডেস্ক : বিএনপি মহাসচিব অভ্যাস উদ্ভট উদ্ভট কথা বলেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৭ জুন) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, বিএনপি ও তাদের হোতারা নির্বাচন নিয়ে তামাশা করে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দেয়। মন্ত্রী কসবা ও আখাউড়ায় দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলেও জানান। আইনমন্ত্রী সকালে মহানগর প্রভাতী টেনে আখাউড়া আসেন। পরে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান।