জন্মভূমি ডেস্ক : ২০১৩ সালের রাজধানীর মুগদা থানায় নাশকতার এক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ ৩৮ জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে জহিরুল ইসলাম নামে এক জনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, আল মামুন পান্না, শামিম, মোহাম্মদ আলী, মো. আব্দুল খালেক, সোহেল ও তানভীরসহ প্রমুখ।
২০১৩ সালের নভেম্বর মাসে রাজধানীর মুগদা থানার নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করেন পুলিশ। এরপর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।