
জন্মভূমি ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের বিষয়ে বিএনপি এবার আর অতীতের মতো কোনো ট্র্যাপে পা দেবে না। জাতীয় নির্বাচনের আগে আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন সরকারের ট্র্যাপ।
সোমবার (১০ এপ্রিল) রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার একটি হাসপাতালে দলের আহত এক নেতার খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির আন্দোলন একটাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। মরা আগেও বলেছি, আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না।’
তিনি বলেন, ‘অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার সময় পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণ করে। সরকার দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ছাড় দেওয়ার কথা বলে বিএনপির সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। বিএনপির কর্মসূচিতে হামলা ও আক্রমণ চালানো হচ্ছে।’