জন্মভূমি ডেস্ক : বিএনপি না এলেও ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেও উল্লেখ করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচন কমিশনের কাছে দুর্বল প্রার্থী বলে কথা নেই। অন্য প্রার্থীরাও তো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে পারে। আর বিএনপি এলে ভোট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
শুক্রবার (১২ মে) বিকালে রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। রাজশাহী সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।
রাশেদা সুলতানা বলেন, ‘আগের চেয়ে অনেক আধুনিক করা হয়েছে ইভিএম। ফলে ভোট প্রদানে দীর্ঘ সময়ের কোনও ব্যাপার ঘটবে না।’
ভোটের দিন কেন্দ্রে সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনও অসুবিধা নেই উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা চাই আপনারা ভোটের চিত্র তুলে ধরেন। কোনও অনিয়ম হলেও তুলে ধরেন। আপনারা অনিয়ম তুলে না ধরলে আমরা জানবো ও অ্যাকশন নেবো কীভাবে। আপনারা ভোটারদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়ে আপনারা দায়িত্ব পালন করতে পারবেন।’
তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোথাও কোনও অনিয়ম হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। প্রচার প্রচারণাকালে কোনও প্রার্থী নির্বাচনি আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান প্রমুখ।