২৪নং ওয়ার্ডের মহিলা কর্মীসভায় নেতৃবৃন্দ
বিজ্ঞপ্তি : আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, রাজনীতি জনগণের জন্য। জনগণ রাজনীতিবিদকে নিরাপদ আশ্রয় ভাবে। আর সেই রাজনীতিবিদই যদি জনগণকে পুড়িয়ে হত্যা করে, তাহলে আর জনগণের নিরাপত্তা থাকে না। এই হত্যা অগ্নিসংযোগ আর ভাংচুরের রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা ২০০১ সালে নারী ধর্ষণ, ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস করে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাদের হাতে যেমন নারীরা নিরাপদ নয়; তেমনি রাষ্ট্রের জনগণ ও অর্থনীতিও নিরাপদ নয়। বিএনপি-জামায়াতের কাছে নারী শিশু নিরাপদ নয়। সে জন্যেই এখন থেকে বিএনপিকে বাদ দিয়ে আগামী প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ জাতি গঠনে শেখ হাসিনার সরকারকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিতে হবে। রোববার বাদ মাগরিব ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সদর থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি পারভীন ইলিয়াছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরীনা রহমান বিউটির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মো. জাহাঙ্গীর হোসেন খান, শেখ সিদ্দিকুর রহমান, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, অধ্যা. রুনু ইকবাল বিথার, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, জেসমিন সুলতানা শম্পা ও খাদিজা কবির তুলি। এ সময়ে উপস্থিত ছিলেন মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজু, পারভীন হাসমত, নাছরিণ সুলতানা, হেনা আলমগীর, ফাতেমা খাতুন, দুলারী সুলতানা মীরা, স্ঈাদা খাতুন, রোকেয়া বেগম, মরিয়ম বেগম, সালমা আকতার, দুলিয়ারা, কমলা বেগম, তাপসী রায়, মঞ্জুয়ারা, সাজিদা বেগম, আসফিয়া বেগমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।