
বাগেরহাট অফিস : বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট জেলা মহিলা আওয়ামীলীগ। বুধবার সকালে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: সীতা রানী দেব নাথের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড: ভূঁইয়া হেমায়েত উদ্দিন, পৌর র সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, এ্যাড: শরিফা হেমায়েত, তালুকদার রীনা সুলতানাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত আবারো দেশকে ধংসের পায়তারা করছে। তারা জ্বালাও, পোড়াও করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা এখন পুলিশ, সাংবাদিকসহ সাধারন মানুষকে হত্যা শুরু করছে। তাই জামায়াত, শিবির ও বিএনপির নৃশংসতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।