জন্মভূমি ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছেন। নির্বাচন ভণ্ডুল করতে ব্যর্থ হয়ে তারা এখন বিদেশিদের কাছে চিঠি লিখছেন। তারা আত্মরক্ষার জন্য এটা করছেন।
তথ্যমন্ত্রী আজ সোমবার (১ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘শরণার্থীর জবানবন্দি-১৯৭১’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নির্যাতনে যারা শরণার্থী হয়েছিলেন তারাই ওই সময়ের বেদনাময় ও কষ্টকর জীবনের দুঃখ বোঝেন।’
দেশে মানবাধিকার নেই বলে মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি দেশের মানুষের অধিকার হরণ করে চলেছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। মানবাধিকার সংগঠনগুলো এসব বিষয়ে কথা বলছে না।’
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বে বহু নোবেল বিজয়ীর নামে মামলা হয়েছে, তারা জেলও খেটেছেন। এগুলো নতুন কোনো ঘটনা নয়।