বিজ্ঞপ্তি : নগরীর ২২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম লিটনের সেঝভাই শফিকুল ইসলাম শামীম শনিবার খুলনা পুলিশ লাইন জামে মসজিদে ফজরের নামাজ আদায়কালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বিএনপি নেতার ভাইয়ের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন সদর থানা আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন) ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ।