জন্মভূমি রিপোর্টঃ
খুলনায় তৃতীয় দিনের ন্যায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র অশালীন বক্তব্যের প্রতিবাদে সমাবেশ ও শামসুজ্জামান দুদু’র কুশপুত্তলিকা পুড়িয়েছে আওয়ামী লীগ। সকালে নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগর উদ্যোগে নগরীর নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়। এছাড়াও আজ মঙ্গলবার বিকাল চারটায় খুলনা মহানগর যুবলীগ ও প্রতিবাদ সমাবেশের কর্মসুচী গ্রহন করেছে।
সকালে নতুন বাজারের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের উপ প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম টুটুলসহ ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা গত শনিবার খুলনায় অনুষ্ঠিত বিএনপি’র সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ পুলিশ নিয়ে অশালিন শব্দ উচ্চারন করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এর মাধ্যমে প্রমানিত হয়েছে বিএনপি রাজনৈতিক শিষ্টাচার ভুলে এখন অশালিন শব্দ ব্যবহার করছে। জনগনের দ্বারা প্রত্যাক্ষিত হয়ে তারা পাগল হয়ে গেছে। আমরা অশালীন শব্দের ব্যবহারের প্রতিবাদ জানায়, একই সাথে শামসুজ্জামান দুদু’কে ভুল স্বিকার করে বক্তব্য প্রত্যাহারের আহŸান জানান।
অপরদিকে খুলনা মহানগর যুবলীগ শামসুজ্জামান দুদু’র অশালীন বক্তব্যের প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছে মঙ্গলবার বিকাল চারটায়। এ ব্যাপারে দলটির যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন জানান, রাজনীতিতে মতের অমিল থাকবে। আলোচনা সমালোচনা থাকবে। কিন্তু অশালিন শব্দের ব্যবহার করে বিএনপি ও তার নেতারা বাংলাদেশের ঐতিহ্যবাহি রাজনীতিতে কলঙ্ক লেপন করেছেন। এক কথায় উনারা বিএনপি ও তার নেতাদের আসল পরিচয় প্রকাশ করেছেন মুখের ভাষায়।
তাদের শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাষানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ এর জীবনাদর্শন থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা বিএনপি নেতাদের অশালীন বক্তব্যেও প্রতিবাদ জানায়। এর আগে গত রবিবার দৈনিক জন্মভূমি পত্রিকায় প্রকাশিত হয় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ ও পুলিশকে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র অশালিন শব্দের ব্যবহারের সংবাদ। তারপর থেকেই প্রতিবাদ মূখর হয়ে ওঠে খুলনার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা। রোববার সকালে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ প্রতিবাদ সভা করে পিকচার প্যালেস মোড়ে, বিকালে প্রতিবাদ সভা করে ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগ। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করে মহানগর শ্রমিক লীগ।