
বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা বঞ্চিত হলে, জনগণ ঘরে বসে থাকবে না
বিজ্ঞপ্তি : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মহানগর বিএনপি নেতারা বলেছেন, সরকার তার প্রতিহিংসা চরিতার্থ করতে বিচারের নামে নাটক মঞ্চস্থ করে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা প্রদান করেছে। আজ তিনি গুরুতর অসুস্থ। দীর্ঘ দিন ধরে তার চিকিৎসার দায়িত্বে নিয়োজিত চিকিৎসকগণ বলছেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে নেই। যার পরিপ্রেক্ষিতে বেগম জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে সরকারে কাছে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেয়ার কথা বলা হলেও সরকার এ ব্যাপারে ন্যূনতম কর্তপাত করছে না। মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে যদি উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
মঙ্গলবার মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়া ৭৮ বছর বয়সেও জনগণের ভোটাধিকার আইন শাসন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হলে, জনগণ ঘরে বসে থাকবে না। রাজপথে তীব্র গণআন্দোলন গড়ে তুলবে। বিগত ১/১১ সময়ও আজকের প্রধানমন্ত্রী কানের চিকিৎসার জন্য বিদেশে গেছেন। অতীতে নেতা-কর্মীর মামলা বিচারাধীন থাকা অবস্থায় তাদেরকে সুচিকিৎসার জন্য বিদেশে সুযোগ করে দেওয়া হয়েছে। বিচার নামে নাটক যে নাটক মঞ্চস্থ করে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়, সেই ঘটনার সাথে বেগম খালেদা জিয়ার কোন সম্পৃক্ত ছিল না। তারপরও সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে এবং গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব শূন্য করতে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা প্রদান করে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবি জানিয়েছেন বিবৃতিদাতারা।
বিবৃতিদাতা হলেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা আহবায়ক মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।