জন্মভূমি ডেস্ক : আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারে নাশকতা করছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর সরকারি কলোনি মাঠে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারে নাশকতা করছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তারা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের উসকানি দেয়, তাহলে আওয়ামী লীগও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দেবে।
কাদের বলেন, বিএনপির হাট ভেঙে গেছে। তারা যতই চিৎকার করুক তাদের ভাঙা হাট আর জমবে না। বিএনপি হাঁটুভাঙা দল। তারা আর দাঁড়াতে পারবেন না।
তিনি আরও বলেন, আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। এ সংকটের মধ্যেও দেশের মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন।
বিএনপি দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের ওপর দোষ চাপাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত