
জন্মভূমি রিপোর্ট : বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন খুলনা শাখা পরিচালিত বিনোদিনী স্মৃতি হাসপাতালের উদ্যোগে নির্ধারিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ডায়াবেটিক পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের আবাসিক সার্জন ডা. দেবনাথ তালুকদার, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ আল-আমিনুল ইসলাম মাফি। বিএমএ এর সভাপতি ডা. শেখ বাহারুল আলম মেডিকেল ক্যাম্পের শুভ উদ্ধোধন ঘোষনা করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন খুলনা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন খুলনা বিএমএ এর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মোঃ মহিবুল হাসান খান (লিংকন) ও খুলনা বিএমএ এর সমাজ কল্যাণ উপ-পরিষদের সদস্য সচিব ডা. ফিরোজ হাসান।