নারী চিকিৎসকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকে শাররীকভাবে লাঞ্ছিত ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক ভাঙচুর ঘটনার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতার, শাস্তি এবং চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তার দাবিতে শনিবার দুপুর ১২টায় শহিদ ডাঃ মিলনা চত্বর (সাতরাস্তার মোড়ে), বিএমএ খুলনা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে ও প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডাঃ সাইফুলাহ্ মানছুরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী, হাসপাতালের পিজিটিডিএ-এর সাধারণ সম্পাদক ডাঃ হিমাদ্রী শেখর, শিশু বিভাগের প্রধান ডাঃ রোকসানা পারভিন, খুলনা মেডিকেল কলেজের ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম অন্দর, সহ-সভাপতি ডাঃ তৌফিক বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদ হাসান, যুগ্ম-সম্পাদক ডাঃ তিথি মলিক, ডাঃ ইনামুল হাসান সিদ্দিকী, ডাঃ নয়ন পাল, আকিজ আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসকদের সভাপতি শেখ ডাঃ মাহ্মুদুল হাসান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ এবং ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।
বক্তারা বলেন, ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া সত্তে¡ও প্রতিদিন প্রায় ১৫০০ রোগী ভর্তি থাকে। অন্যদিকে ৫০০ বেডের অনুপাতে হাসপাতালে জনবল প্রায় ৩০ ভাগ কম। এ অবস্থায় এত কম সংখ্যক চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী এবং অপ্রতুল চিকিৎসা উপকরণ দিয়ে চিকিৎসা সেবা দেওয়ায় একটি জটিল পরিস্থিতি ধারণ করেছে। যা চিকিৎসক ও রোগীদের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।
ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার ও শাস্তি এবং চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ না করা হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেন বক্তারা।