
এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের চার শিক্ষার্থীকে উদ্ভট আচরনের অভিযোগে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
জানাযায়, স্থানীয় লোকজনের অভিযোগের বিভিত্তে সেনাবাহিনীর একটি দল গত বুধবার রাতে বিএম কলেজ ক্যাম্পাস অভিযান চালায়। সেখানে উদ্ভট আচারনের অভিযোগে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ৪ শিক্ষার্থীকে আটক করে বরিশাল কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানান, উদ্ভট আচণের কারণে শিক্ষার্থীদের আটক করা হয়েছে।