মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আরিফুল ইসলামের লাশ ভারতে ময়না তদন্ত শেষে ১৭ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার বিকালে শ্যামকুড় সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) হত্যার ১৭ দিন পর মহেশপুর উপজেলার শ্যামকুড় চেয়ারম্যান ঘাট সীমান্ত দিয়ে তার লাশ ফেরত দেওয়া হয়েছে।
এ সময় বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আরিফুল ইসলাম (২৮) শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।
বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতের হাসখালি থানার পুলিশ লাশ নিয়ে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। পরে বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্থান্তর করেন ভারতী পুলিশ।
উল্লেখ্যঃ গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাসখালি থানার পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আরিফুলের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত