
জন্মভূমি রিপোর্ট : নগরীর খালিশপুর থানাধীর বাস্তহারা এলাকার বিএসটিআই’র নকল লোগো ব্যবহার করে পণ্য তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
পুলিশ জানায়, নকল ও ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদন সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম মেসার্স শারমিন ফুড প্রোডাক্টস নামের কারখানায় অভিযান পরিচালনা করে। তখন বিএসটিআই’র অনুমোদন ব্যতিত নকল লোগো সম্বলিত শিশু খাদ্য, মশলা এবং রন্ধন সামগ্রী জব্দ হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল শাহী ফুল ক্রিম মিল্ক পাউডার, শাহী স্বাদে ম্যাজিক মশলা, শাহী বেকিং পাইডার, শাহী বেকিং সোডা, শাহী ইষ্ট, শাহী অরেঞ্জ পিৎজ্জা, শাহী জিঞ্জার পাউডার, শারমিনের শাহী ললি পপ চকলেট, বিভিন্ন মুদ্রার নকশাযুক্ত ক্যান্ডি চকলেট, শাহী হোয়াইট ভিনেগার, শাহী সয়া সস, শাহী হট টমেটো সস, শাহী ললি পপ চকলেট, শাহী ঘি ফ্লেভার এসেঞ্জ, শাহী চটপটি মসলা, বিরিয়ানি মসলা, চাট মসলা, মাংসের মসলা, বার বি কিউ মসলা, কালা ভুনা মসলা এবং খিচুরি মসলা ইত্যাদি।
সূত্রমতে, প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী শারমিন বেগম (২৭) দীর্ঘদিন যাবৎ লাইসেন্স ব্যতীত বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন করে আসছিলেন। ভ্রাম্যমান আদালত তাকে বিএসটিআই আইন-২০১৮, ধারা-১৫/১৭ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাবাস দণ্ডে দন্ডিত করেছেন।