বিজ্ঞপ্তি : নির্বাচন কমিশনের ফরমায়েসি তফসিল জাতি প্রত্যাখ্যান করে খুলনা বিএনপির নেতারা বলেছেন, বিরোধীদলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা গভীর ষড়যন্ত্রেরই অংশ। কমিশন মূলত বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মত শাসকদলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে। দেশপ্রেমিক জনতা সরকারের দিবাস্বপ্ন কিছুতেই পূরণ হতে দিবে না। সোমবার সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে এর সমর্থনে মিছিল শেষে বক্তারা এসব কথা বলেন।
মহানগরীর নিরালা মোড় থেকে বেলা ১টায় মিছিল শুরু হয়ে লায়ন্স স্কুলের সামনে পথসভার মাধ্য দিয়ে শেষ হয়। মিছিলে ও পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর ও জেলা যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মো. মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, সাজ্জাদ আহসান পরাগ, মোল্লা সাইফুর রহমান, ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, খন্দকার ফারুক হোসেন, ওয়াহিদুজ্জামান রানা, আব্দুস সালাম, তারিকুল ইসলাম, মো: জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, ফারুক হোসেন, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।