শেখ হাসান আল মাহমুদ, শরণখোলা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেছেন, বিগত সরকারের সময় শিক্ষার পরিবেশ রসাতলে গেছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা সংস্কারে কাজ করছেন। শিক্ষকদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। শিক্ষার্থীদের ক্লাশে ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় শরণখোলা সরকারী কলেজে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম কবীর, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ জলীল আনোয়ারী, বাগেরহাট জজ আদালতের পিপি এ্যাডভোকেট আঃ ওয়াদুদ মুক্তা, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান বাবুল তালুকদার, শরণখোলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক আলীম আল রেজা শোভন, সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম দুলাল, সাংবাদিক আঃ মালেক রেজা ও গ্রামীন ব্যাংক কর্মকর্তা মোঃ এমাদুল হক প্রমূখ। সভা সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ডঃ মোঃ আব্দুল জলিল ও শিক্ষক বাবুল দাস।
বিগত সরকারের সময় শিক্ষার পরিবেশ রসাতলে গেছে: জাবি প্রো-ভিসি
Leave a comment