জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯৯ আসনের মধ্যে বেসরকারিভাবে ২৯৮ জন বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ সরকারিভাবে গেজেট করে ফলাফল ঘোষণা করার পালা। তারপর শপথগ্রহণ করবেন বিজয়ীরা।
যদিও এখন পর্যন্ত গেজেট, নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ ঠিক কবে, তা জানায়নি নির্বাচন কমিশন (ইসি)। যদিও সোমবার বিকেলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সব অনুষ্ঠানিকতা শেষে সোমবার রিটার্নিং কর্মকর্তারা সব ফলাফল আমাদের কাছে পাঠাবেন। কোনোটা বাকি থাকলে আগামীকাল পাঠাবেন।’
অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমরা হয়তো আগামীকালের মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) নির্বাচিত প্রার্থীদের তালিকা পাঠিয়ে দেব। ১০ জানুয়ারি হয়তো গেজেট হয়ে যাবে। গেজেট হলেই আপনারা জানতে পারবেন। তবে, কখন গেজেট হবে তা এখনও চূড়ান্ত হয়নি।’
অতিরিক্ত সচিব যোগ করেন, ‘আইন অনুযায়ী গেজেট হয়ে যাওয়ার ৭২ ঘণ্টা, অর্থাৎ তিন দিনের মধ্যেই শপথ নিতে হবে প্রার্থীদের। তার মানে, ১০ জানুয়ারি গেজেট হলে ১৩ জানুয়ারির মধ্যে শপথ নিতে হবে। তবে, ২৯ জানুয়ারির আগে সংসদ অধিবেশনে বসতে পারবে না। কারণ, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি।’