বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী আব্দুল আউয়াল বলেন, আমি বিজয়ী হলে সিটি কর্পোরেশনের সকল শ্রেনির মানুষকে সমান অধিকার নিশ্চিত করবো। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমান নাগরিক সেবা প্রদান করবো। যেমনিভাবে মুসলমানরা আমাদের কাছে নিরাপদ থাকবে, তেমনিভাবে সিটির সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীরাও নিরাপদে থাকবে। বিজয়ী হলে সিটির সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করবো। তাদের নাগরিক সেবা নিশ্চিত করতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করব। সোমবার সকালে সিটির সোনাডাঙ্গা থানার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।
আব্দুল আউয়াল আরো বলেন, আমি বিজয়ী হলে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর সকল প্রকার নাগরিক অধিকার, মানবিক মর্যাদা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। সকল ধর্মের নাগরিকদের ধর্মীয় শিক্ষা ও নিজস্ব সংস্কৃতি চর্চার সুযোগ প্রদান করা হবে। তাকে নির্বাচিত করলে বিদ্যমান প্রতিবন্ধী স্কুল বৃদ্ধিকরন ও প্রতিবন্ধী পুর্নবাসন কেন্দ্র উন্নয়ন ও প্রয়োজনে নতুন পুর্নবাসন কেন্দ্র স্থাপন করা হবে। অসহায়, আশ্রয়হীন পথশিশু ও অবহেলিত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন করা হবে। বস্তিবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরাপদ পানি, স্যানিটেশন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরা হবে। বিহারীসহ সকল আশ্রয়হীন মানুষের আবাসন ব্যবস্থা চালু করা হবে। অবস্থার পরিবর্তনে আগামী ১২ জুন হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, মুফতি ইমরান হুসাইন, হাফেজ আসাদুল্লাহ গালীব, শেখ হাসান ওবায়দুল করিম, আবু গালিব, রবিউল ইসলাম তুষার, আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, মোঃ সাইফুল ইসলাম, মুহ. মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদী, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুহা. কবির হুসাইন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুর রশিদ, হাবিবুল্লাহ মিসবাহ, নাজিম হাওলাদার নাইম, শাকিল খলিফা, সাব্বির আহমেদসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।