
জন্মভূমি ডেস্ক : বিজয় না হওয়া পর্যন্ত ‘একদফা’র আন্দোলন চলতেই থাকবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে এবং রবিবার (৫ নভেম্বর) ভোর থেকে ৪৮ ঘণ্টার যে অবরোধ রয়েছে এই অবরোধ শান্তিপূর্ণ অবরোধ। শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালিত হবে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিং’য়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব একথা জানান।
রিজভী বলেন, আমাদের আন্দোলন হচ্ছে জনগণ যাতে তার পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবেৃ এই অধিকারটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন। এই আন্দোলন আদর্শের আন্দোলন, এটা জনগণের ন্যায় সঙ্গত আন্দোলন, বিবেকবান মানুষের বেড়ে উঠার বিকশিত হওয়ার আন্দোলন। এই আন্দোলনে যারা সমর্থন দেবে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা মানুষের স্বাধীনতার পক্ষে, নাগরিক স্বাধীনতার পক্ষে এবং একটা স্বৈরাচারি দ্বৈত্যের বিরুদ্ধে যিনি আজীবন স্বপ্ন দেখেন ক্ষমতায় থাকার তার বিরুদ্ধে প্রত্যেকেই এই গণতান্ত্রিক আন্দোলনে সারথী হিসেবে থাকবেন।

