জন্মভূমি ডেস্ক : আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অবশেষে আন্দালিব রহমান পার্থের বিজেপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেন তিনি।
এর আগে হিরো আলম ঘোষণা দিয়েছিলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সে দলের হয়ে নির্বাচন করবেন। এর পর থেকেই হিরো আলমের রাজনৈতিক দলে যোগদান নিয়ে গুঞ্জন শুরু হয়।
তবে এবার সব গুঞ্জনের অবসান করে হিরো আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। একটি ছবি পোস্ট করে মন্তব্যে হিরো আলম লিখেন, পার্থর (আন্দালিব রহমান পার্থ) দলে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত