
যশোর প্রতিনিধি : রঙ-বেরঙের আলোর বিন্দুর ছটায় জমকালো আবহ মাঠের চারপাশ জুড়ে। কঁচিকাঁচাদের ফুটবলের নৈপুণ্যে মেতেছে উচ্ছ্বসিত দর্শকেরা। শ্বাসরুদ্ধকর ম্যাচটি আক্রমণ আর পাল্টা আক্রমণে ভরপুর হলেও গোলশূন্য অবস্থায় ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় জয়-পরাজয়। সোমবার সন্ধ্যায় যশোর শহরের আরএন রোড ক্রীড়াচক্রের মাঠে শিশুদের স্কুল ব্রাদার টিটোস হোম- ‘বিটিএইচ ফুটবল বিশ্বকাপ প্রস্তুতি’ ফাইনাল ম্যাচটি রূপ নেয় ক্রীড়া ও আনন্দের মিলনমেলায়। এদিন এই ফুটবল ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও বাংলাদেশ দল। টাইব্রেকারে ৩-০ গোলে জয় ছিনিয়ে নেয় পতুর্গাল দল।
নির্ধারিত সময়জুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের শ্বাসরুদ্ধকর উত্তেজনা থাকলেও জালে গোলের দেখা মেলেনি। শিশু ফুটবল খেলোয়ারদের প্রতিটি শটে ও প্রতিটি সেইভে গ্যালারি থেকে ভেসে আসে করতালির ঝড়। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকরাও মেতে ওঠেন এই আনন্দে।
এদিনের খেলায় ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচসেরা নির্বাচিত হন তাওহিদুর রহমান। গোল করার দক্ষতায় সেরা গোলদাতার স্বীকৃতি পান আইমান ইদ্রিস। গোলপোস্টে দুর্দান্ত পারফরম্যান্সে সেরা গোলকিপার হন আফরিদা। খেলা শেষে উৎসবমুখর পরিবেশে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ আকসাদ সিদ্দিকী শৈবাল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান, আর এন রোড ক্রীড়াচক্রের প্রেসিডেন্ট মোস্তফা গোলাম কাদের ও জিয়াউর রহমান বিপ্লব, জেনারেল সেক্রেটারি আয়াজ উদ্দীন রিপন, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি নুরুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লব প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত