
জন্মভূমি ডেস্ক : ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল, তাবিথ আওয়াল, ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু বৈঠকে অংশ নেন।
বিদেশি কূটনীতিকদের মধ্যে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের উপ-কাউন্সিলর, জাপান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর, পাকিস্তান হাইকমিশনের হেড অব চার্জ, জার্মান দূতাবাস, চায়না, রাশিয়া, ডেনমার্ক, ইরান দূতাবাসের প্রতিনিধিসহ আরও কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধি উপস্থিত রয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।