
ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন
ভেড়ামারা প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিদেশে ধরনা দিয়ে নির্বাচনী ট্রেন ধামানো যাবে না। নির্বাচনী ট্রেনকে আটকাতে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে বিএনপি জোট। দেশে আর ওয়ান ইলেভেন সরকার প্রতিষ্ঠিত হতে দিবো না। শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার বিএনপি-জামায়াতের চক্রান্ত এদেশের জনগণ কখনোই সফল হতে দিবে না। হাসানুল হক ইনু আরো বলেন, দেশের অভ্যন্তরীন বিষয়ে বিদেশীদের কাছে ধরনা দেওয়া মাথা বিক্রি করার শামিল। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাজীহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধরমপুর ইউনিয়ন জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
জাসদ নেতা আইউব আলীর সভাপতিত্বে এবং মনোয়ার মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, বশির উদ্দিন বাচ্চু, এমদাদুল ইসলাম আতা, এসএম আনসার আলী, আবু হেনা মোস্তফা কামাল বকুল ও রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলন শেষে আইউব আলীকে সভাপতি ও নজরুল ইসলাম মাষ্টারকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।