খুলনার তেরখাদা উপজেলায় শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে চিহ্নিত রাজাকার পুত্র ম্যানেজিং কমিটি নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছে মুক্তিযোদ্ধা সন্তানরা। যা নিয়ে শিক্ষক অভিবাবক ও সাধারণ মানুষদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের প্রতিবাদে সকাল দশটায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও স্থানীয় জন সাধারণের আয়োজনে উপজেলার এ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল খায়ের চোধুরী সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আমির সরদার, ইমান উদ্দিন মাস্টার, ওলিয়ার লস্কও, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হোসেন। এছাড়া আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন দল ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, শহীদদের স্মৃতিতে গড়া উপজেলার শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অংশগ্রহন করছেন মান্নান সরদার। তিনি চিহ্নিত রাজাকার ও শহীদ মুক্তিযোদ্ধা সরফরাজের হত্যাকারি কেয়ামদ্দি সর্দারের পুত্র।
এ সময় বক্তারা আরও বলেন স্বাধীনতার এত বছর পরে এসেও স্বাধীনতার মাসে এ রকম ঘটনা আমাদেও হৃদয়ে রক্তক্ষরন করে। এ সময় মানববন্ধন থেকে মান্নান সরদারের প্রার্থীতা বাতিলের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অঅহবান জানান।
এদিকে মানব বন্ধন ও মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের এ নিয়ে সকল আন্দোলনের প্রতি খুলনা জেলা আওয়ামী লীগ পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এছাড়া রাজাকার পুত্রর নির্বাচনে অংশগ্রহণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজাকার পুত্র কার মদদে নির্বাচনে অংশগ্রহণ করছেন তা ক্ষতিয়ে দেখে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহন করেছেন জেলা আওয়ামী লীগ ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত