
জন্মভূমি রিপোর্ট : বিএআর আই উদ্ভাবিত বিনাচাষে আলুর উৎপাদন প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আভা সেন্টারে সরেজমিন গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট এবং আন্তর্জাতিক আলু কেন্দ্র যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন কৃষি গবেষণা ইনস্টিটিউট কন্দাল ফসল গবেষণা কেন্দ্রে পরিচালক ড. সোহেলা আক্তার। প্রধান অতিথি ছিলেন গাজীপুরের বারির মহাপরিচালক দেবাশিষ সরকার। বিশেষ অতিথি ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার ও কৃষি সম্প্রষারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। স্বাগত বক্তৃতা করেন খুলনা বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ।