খুলনা : খুলনা জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা আজ (সোমবার) দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
খুলনা জেলায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় নারী, তরুণ ও বিশেষ সক্ষম উদ্যোক্তাকে প্রশিক্ষণ, নতুন উদ্যোক্তাগণ প্রয়োজনীয় ঋণ প্রাপ্তির আবেদন, ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থের ঋণ, উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করাসহ সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় খুলনা রপ্তানী উন্নয়ন ব্যুরো’র পরিচালক জিনাত আরা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।