বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও গ্রুপ পেজে আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বেলা ১১ টায় সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফজলে রাব্বি শান্ত এর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দ্বি-বার্ষিক নির্বাচন (২০২২-২৪) এর তফসিল ঘোষণা করা হয়। এসময় খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাকে চেয়ারম্যান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও খুলনা প্রেসক্লাবের সদস্য শেখ তৌহিদুল ইসলাম তুহিনকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। তফসিল ঘোষণা অনুযায়ী খুলনা প্রেসক্লাবে আগামী ১ অক্টোবর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম আলোচনা শেষে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণার মাধ্যমে সাধারণ সভা সমাপ্ত করেন।
সাধারণ সভা শেষে সংগঠনের সদস্য শেখ কামরুল আহসানের নিজ উদ্যোগে বিশ্ব ফটোগ্রাফি দিবস-২০২২ উপলক্ষে গ্রুপ পেজে আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ১০ জনের মধ্যে বিজয়ী ৪ জনের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলাম তরিক ও দৈনিক প্রবাহের নির্বাহী সম্পাদক ও সিইও এনামুল হক সাহেদ। এছাড়া বাকি ৬ প্রতিযোগির মাঝেও সনদ বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সংগঠনের সহ-সভাপতি দেবব্রত রায়, সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসান, সহ-সভাপতি এস এম বাহাউদ্দিন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মোল্লা, কোষাধ্যাক্ষ সাগর সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য মানজারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, আর জি উজ্জল, মামুন রেজা হাওলাদার, এম এম মিন্টু, তুফান গাইন, আঃ রাজ্জাক, শেখ শান্ত ইসলাম, সেলিম গাজী, হাবিবুর রহমান, ওবাইদুল হক তালুকদার, জায়েদ আকন, শাহানা পারভীন শিল্পী, আমিরুল ইসলাম, ইমাম হোসেন সুমন সহ আরও অনেকে।
বিপিএজে’র বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Leave a comment