
ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের গত আসরেও কেউ কেনেনি জাতীয় টেস্ট দলের ক্রিকেটার মুমিনুল হক সৌরভকে। এবারের প্লেয়ার্স ড্রাফটেও ছিলো তার নাম; কিন্তু ৬ ফ্রাঞ্চাইজির কেউেই তাকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেনি। একই সাথে একসময় বাংলাদেশ জাতীয় দলের প্রধান ‘পোস্টার বয়’ ছিলেন মোহাম্মদ আশরাফুল। নানা ঘটনার পর তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনানুষ্ঠানিক বিদায় হয়ে গেছে। অন্যদিকে ফর্মহীনতায় জাতীয় দল থেকে ছিটকে গেছেন এক সময়ের হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান রুম্মান। সর্বশেষ বিপিএলেও তিনি ব্যাটে আলো ছড়াতে পারেননি। সেই ধারাবাহিকতায় আসন্ন বিপিএলে তাকে দলে ভেড়ায়নি কোনো দল। এছাড়া দল পাননি সাবেক টেস্ট অধিনায়ক আশরাফুলও।
আগামী বছরের শুরুতে বিপিএলের দশম আসরের পর্দা উঠবে। তার আগে আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল দেশি-বিদেশি ক্রিকেটারদের ড্রাফট। যেখানে সাত ক্যাটাগরিতে ২০৩ জন দেশি এবং পাঁচ ক্যাটাগরিতে ৪৪৮ জন বিদেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে।
প্লেয়ার ড্রাফটে এদিন মোট চারটি রাউন্ডের আট ডাকে নাম ঘোষণা করা হয় দেশি ক্রিকেটারদের। এরপর সেই ডাকে অংশ নেন রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স।
দেশি-বিদেশি এসব ক্রিকেটারদের ভিড়ে সুযোগ পাননি সাব্বির ও আশরাফুল। সাব্বির গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন। যেখানে আশানুরূপ সাফল্য পাননি তিনি।
অন্যদিকে, সেই আসরে কোনো দলে সুযোগ না মুমিনুল এবারও অবিক্রিতই থেকে গেছেন। যদিও এখন তার জাতীয় দলের ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে আছে কেবল টেস্ট ফরম্যাটে। আগেরবার দল না পেলেও, ২০২৪ বিপিএলে খেলার আশার কথা জানিয়েছিলেন আশরাফুল। প্রাথমিক ড্রাফটে তার সেই আশা পূরণ হয়নি। তবে পরবর্তীতে কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে তাদের দলে ঢোকার সুযোগ রয়েছে!
রংপুর রাইডার্স
দেশি: রনি তালুকদার, শামিম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।
বিদেশি: মাইকেল রিপন (নিউজিল্যান্ড, বোলার), ইয়াসির মোহাম্মদ (আমেরিকা, অলরাউন্ডার)।
ফরচুন বরিশাল
দেশি: মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল, এনামুল হক, নওরোজ নাবিল।
বিদেশি: ইয়ানিক কারিয়া (ওয়েস্ট ইন্ডিজ), দুনিথ ভেল্লালাগে, দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দেশি: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক।
বিদেশি: রাখিন কনওয়েল (অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ), ম্যাথিউ ওয়াল্টারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।
সিলেট স্ট্রাইকার্স
দেশি: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি, নাজমুল অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ রোয়েন।
বিদেশি: রিচার্ড নাগারামা (জিম্বাবুয়ে, বোলার), দুশান হেমন্ত (অলরাউন্ডার, শ্রীলঙ্কা)।
খুলনা টাইগার্স
দেশি: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।
বিদেশি: কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা)।
দুর্দান্ত ঢাকা
দেশি: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান, নাইম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দীন।
বিদেশি: লাহিরু সামারাকুন (অলরাউন্ডার, শ্রীলঙ্কা), সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দেশি: তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান, সাহাদাত হোসেন দিপু , সালাউদ্দীন শাকিল।
বিদেশি: কার্টিস ক্যাম্ফার (অলরাউন্ডার, আয়ারল্যান্ড), বিলাল খান (ওমান)।

