
বিজ্ঞপ্তি
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ খুলনা শাখার উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে গত শুক্রবার আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে সারাদিনব্যাপী অনুমালার আয়োজন করা হয়।
শনিবার সকাল ৯টায় বিশেষ প্রার্থনা সভা, সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (জীববিজ্ঞান) অধ্যাপক ডা. অশোক কুমার পাল। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. চিত্তরঞ্জন বাছাড় এবং ডা. বিশ্বজিৎ সরকার।
বিকেলের পর্বে বিকেল সাড়ে ৪টায় বিশ্ব শান্তি কামনায় সম্প্রীতি শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী ধর্মানন্দজী মহারাজ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেল সাড়ে ৫টায় আলোচনা সভা, বিবেকানন্দ শিক্ষাবৃত্তি প্রদান, বার্ষিক স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান ১৫৯টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সমাজপতি। পরিষদের সভাপতি সুজিত কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমৎ স্বামী গুরুসেবানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন সোনালী সেন, অখিল চন্দ্র ভৌমিক, প্রশান্ত কুমার কুÐু। প্রধান আলোচক ছিলেন সনাতন ধর্মের প্রখ্যাত আলোচক ডা. মিলন বসু। স্বাগত বক্তৃতা করেন দেবেন্দ্র নাথ সাহা এবং সাংগঠনিক বক্তৃতা করেন বিশ্বজিৎ সরকার। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন মনোজ কুমার মÐল এবং মুকুন্দ কুমার মÐল। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।

