জন্মভূমি রিপোর্ট : খুলনায় ৮দিন ব্যাপী বই মেলার দ্বিতীয় দিন রোববার অতিবাহিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনার সার্বিক ব্যাবস্থাপনায় ৮ দিন ব্যাপী বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে বইমেলায় প্রচুর পাঠক, দর্শনার্থীর সমাগমে মেলা প্রাঙ্গণ মুখর ছিল। বিকেল সাড়ে ৪ মোঃ তরিকুল ইসলামের একটি বইয়ের মোড়ক উম্মোচন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবমোঃ আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার এস এম মুস্তাফিজুর রহমান।
প্রধান আলোচক ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজর সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী। অনুষ্ঠানে আলোচক ছিলেন বিভাগীয় সরকারী গণগ্রন্থাগার উপ-পরিচালক ও বিভাগীয় বইমেলার সদস্যসচিব মোঃ হামিদুর রহমান। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী গোলাম সারোয়ার এবং সাবিত্রী গাইন নীলিমা। সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।