বিজ্ঞপ্তি : বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সরকারের পতন না ঘটা পর্যন্ত জনগনকে সাথে নিয়ে রাজপথ দখলে রাখবে বিএনপি। ভোটের নামে প্রহসনের দায়ে দেশের মানুষ এদেরকে বহু আগেই লাল কার্ড দেখিয়েছে। আন্তর্জাতিক পরিমন্ডলেও তারা মিত্রহীন। সরকার সকল নিয়ম নীতি ভেঙ্গে দফায়-দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে। বাজার থেকে এলপিজি সিলিন্ডার গায়েব। নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্য সিন্ডিকেটের খপ্পরে। ডলার সংকটে ভোগ্যপণ্য আমদানি করতে না পারায় আসন্ন রমজানে দেশে দূর্বিসহ পরিস্থিতি তৈরি হবে। এই সরকারের পতন ছাড়া দেশ ও জনগনকে বাঁচানোর কোন পথ খোলা নেই। আগামী ৪ ফেব্রুয়ারী বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে লিফলেট বিতরণকালে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি। বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ নগর, ডুমুরিয়া উপজেলার চুকনগর ও আঠারো মাইল এবং রূপসা উপজেলার সেনের বাজার ও পূর্ব রূপসা বাস স্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসব স্থানে একাধিক প্রস্ততি সভায় বক্তব্যও রাখেন তিনি।
কর্মসূচি সমূহে জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলি জুলু, মোস্তফা উল বারী লাভলু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, এনামুল হক সজল, মো: আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, মোল্লা কবির হোসেন, খায়রুল ইসলাম খান জনি, খন্দকার ফারুক হোসেন, নাজমুস সাকিব পিন্টু, সেখ সরোয়ার হোসেন, সেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, সরদার আব্দুল মালেক, সেখ শাহিনুর রহমান, হাবিবুর রহমান হবি, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান, মোল্লা সাইফুর রহমান, জাভেদ মল্লিক, শেখ আলী আসগর, আরিফুর রহমান, বিকাশ মিত্র, আব্দুস ছালাম, আবু সাঈদ সহ স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।