
জন্মভূমি ডেস্ক : সারা দেশের ন্যায় খুলনা ও পাশর্^বর্তী অঞ্চলের ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট।
॥ ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়ন ॥
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিত করণ ও জন অংশগ্রহনের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে ২০২৩-২৪ অর্থ বছরে এ বাজেট সভায় রাজস্ব, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন খাতে ২ কোটি ৫৬ লক্ষ ৭৯ হাজার ৯শ’ ২০ টাকা আয় ও ২ কোটি ৫৪ লক্ষ ৭২ হাজার ৪শ’ ২০ টাকা ব্যয় এবং ২ লক্ষ ৭ হাজার ৫শ’ টাকা উদ্বৃত্ত নির্ধারণ করা হয়েছে। বাজেট সভায় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার। ইউপি সচিব হেকমত আলী সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ মহসিন, মোল্লা আবুল কাশেম, শেখ হযরত আলী, শেখ রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা প্রণব কুমার ঘোষ, শিক্ষক নওশের আলী মোড়ল, ডাঃ নিখিল চন্দ্র সাহা, দি হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি রেবা রায়, খানজাহান আলী, সাঈদুল সরদার, ভিডিপি মুক্তার হোসেন প্রমুখ।
॥ পাইকগাছার গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ন ॥
পাইকগাছার গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা রোববার সকালে পরিষদ চত্বরে চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডরপ এনজিও’র আয়োজনে বাজেট সভায় বাজেট পেশ করেন সচিব মোহাঃ বেলাল হোসাইন। বক্তব্য রাখেন ইউপি সদস্য মোবারেক গাজী, আবু হাসান, শহিদুল ইসলাম, আঃ আজিজ, শেখ হারুনুর রশিদ হিরু, নাজমা বেগম, খুকু মনি, জাহানারা বেগম, সাংবাদিক আলাউদ্দীন রাজা প্রমুখ।
অপরদিকে গত শনিবার সকালে রাড়ুলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ। বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদ সচিব সঞ্জিত কুমার ঘোষ। বাজেট সভায় রাজস্ব আয় দেখানো হয়েছে ৫৫ লাখ ৪০ হাজার ৪শ’ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ৪১ লাখ ৮ হাজার ৮শ’ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে সমপরিমান টাকা। বাজেট সভায় আরোও উপস্থিত ছিলেন শংকর কুমার দেবনাথ, প্রভাষক ময়েজউদ্দিন, বিমল পাল, ইউপি সদস্য সম ছইলুদ্দীন, হামিদ গাজী, আবুল হাসেম মোড়ল, মোঃ ইলিয়াস মোড়ল, মফিজুল ইসলাম, রমজান আলী সরদার, পিযুষ কান্তি দাশ, জাহানারা হাফিজ, সোনিয়া দাশ, সহকারী সচিব সঞ্জয় দাশসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।
॥ দিঘলিয়া সদর ইউনিয়ন ॥
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট সভা রোববার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, জেলা পরিষদ সদস্য মিসেস ফারহানা হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, নাসরীন জাহান, এড. সাহাদাত হোসেন, মুজিবুর রহমান মনির, সরদার কওসার আহমেদ, শেখ আনছার আলী, সরদার সহিদুল ইসলাম, মওলানা মুজিবার রহমানসহ সদর ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য গণ উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন। এছাড়া দিঘলিয়া ইউনিয়নের রাজনৈতিক/সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আনছার আলী। উন্মুক্ত বাজেট সভা শেষে ইউনিয়নের উন্নয়নমূলক কাজের পুরস্কার তুলে দেন গ্রামপুলিশ ও ইউনিয়ন পরিষদ কর্মচারীদের হাতে।
॥ ফকিরহাট মূলঘর ইউনিয়ন ॥
বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছদা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় মূলগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে অত্র ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে উন্নয়ন ও রাজস্ব খাতে মোট ২ কোটি ৭৬ লাখ ১৪ হাজার ৮৩৪ টাকার বাজেট ঘোষণা করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। ইউপি চেয়ারম্যান এড. হিটলার গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, শেখ ছরোয়ার হোসেন। ইউপি সচিব মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য মহাদেব মন্ডল। এসময় বিভিন্ন ইউপি সদস্যসহ বিভিন্ন শেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
॥ কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন ॥
যশোর জেলার কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ২০২৩-২০২৪ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এই বাজেট ঘোষণা করা হয়। উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা। উক্ত উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন ১০নং সাতবাড়িয়া ইউপি সদস্যবৃন্দসহ আরও অনেকে। সম্ভাব্য লিখিত বাজেট ঘোষণা করেন ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাজেট প্রণয়ন করেন ইউপি সচিব প্রভাত কুমার সিংহ। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য মোট ১ কোটি ৭১ লক্ষ ৬ হাজার ৫শ’ ৯৯ টাকার আয়/প্রাপ্তি, মোট ব্যয় ১ কোটি ৬৭ লক্ষ, ৬০ হাজার, ৩শ’ ৪৯ টাকা এবং উদ্বৃত্ত ৩ লক্ষ ৪৬ হাজার, ২শ’ ৫০ টাকার বাজেট উপস্থাপন করা হয়।
॥ মহেশপুরের নাটিমা ইউনিয়ন ॥
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ সালের অর্থ বছরের জন্য ১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পরিষদ চত্তরে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার। ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, মিলন সরকার, জাহিদ হাসান, জাকির হোসেন, জহুরুল ইসলাম, সোহেল হোসেল রানা, রাজু আহাম্মেদ, আশরাফুল আলম, আব্দুল আজিজ, বেদানা বিবি, মালমা বেগম, রোমানা আক্তার প্রমুখ। ইউনিয়ন পরিষদ চত্বরের বাজেট অধিবেশেনে ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।