বিজ্ঞপ্তি : বিভিন্ন দাবিতে দুপুর দেড়টায় কেএমপি কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেছে রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এবং রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মহানগর কমিটির নেতৃবৃন্দ। দাবিসমূহ হলো বিকল্প কর্মসংস্থান ছাড়া নগরীতে ব্যাটারী রিক্সা-ভ্যান উচ্ছেদ এবং গ্যারেজে হয়রানি বন্ধ করা, আটককৃত গাড়ি ব্যাটারি-মোটরসহ ফেরত দেয়া, প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারীচালিত রিক্সার লাইসেন্স প্রদান করা, বিশেষজ্ঞ প্রকৌশলী দ্বারা রিক্সার জন্য যথোপযুক্ত ডিজাইন প্রণয়ন করা এবং সেই ডিজাইনের রিক্সা নির্মাণ করার জন্য উপযুক্ত সময় দেয়া, প্রয়োজনে অফিস চলাকালীন নগরীর প্রধান ২-৩টা সড়ক চিহ্নিত করে ব্যাটারিচালিত রিক্সা চলাচল নিয়ন্ত্রণ করা এবং এই সময় শুধুমাত্র সেসব রাস্তায় একপাশ থেকে আরেক পাশে রিক্সা পারাপার হতে দেয়া ও বাকি সব রাস্তায় এই রিক্সা চলতে দেয়া।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের মহানগর আহবায়ক আলমগীর হোসেন বাবু, সদস্য সচিব জনার্দন দত্ত নান্টু, কোহিনুর আক্তার কণা, এইচ এম শাহাদাত। নেতৃবৃন্দ পুলিশ কমিশনার বরাবর তাদের দাবি উত্থাপন করে বলেন, বর্তমানে গ্যারেজসমূহে গিয়ে বেআইনিভাবে বৈধ বিদ্যুৎলাইন কেটে দেয়া এবং গ্যারেজে রাখা ব্যাটারি ও মোটরসহ সম্পদ ধ্বংস করার হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় নগরীর হাজার-হাজার রিক্সা শ্রমিক, মালিক, মেকানিক, যন্ত্রাংশ ব্যবসায়ীর অর্থনৈতিক সংকট দূর করতে কার্যকর ভূমিকা নেয়ার জন্য কেএমপি কমিশনারের কাছে দাবি জানানো হয়।