
॥ বটিয়াঘাটা ॥
খুলনা বটিয়াঘাটা জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে সমবায় দপ্তর গতকাল শনিবার এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করে। উপজেলা সমবায় অফিসার জান্নাতুন নেছা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবউন্নয়ন অফিসার আবু বক্কার মোল্যা। উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নাসরিন সুলতানা, বিআরডিবি’র সভাপতি ও লোকজ এনজিও এর পরিচালক দেবপ্রসাদ মন্ডল, আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্বর্ণালী সমবায় সমিতির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মাচারী ও বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভার পূর্বে একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
॥ ডুমুরিয়া ॥
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।"সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জনতা সমবায় সমিতি লিঃ এর পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিদর্শক মোঃ হেকমত আলী। বিপন্ন কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার,সমবায়ী কৃষ্ণপদ জর্দ্দার, অশোক কুমার মন্ডল, দীপংকর মন্ডল,দীপক দাস প্রমুখ।
॥ পাইকগাছা ॥
পাইকগাছায় ৫৪তম জাতীয় সমবায় দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উদযাপনের প্রারম্ভে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন শেষে প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্যকের আলোকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সিনিয়র পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, ইউপিইটিসি মো. ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া'র সঞ্চালনায় বক্তৃতা করেন পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আসাদুল ইসলাম, সমবায়ী চিত্তরঞ্জন রায়, বিদ্যুৎ কুমার বিশ্বাস প্রমুখ। এসময় ব্যবসায়ী পঞ্চানন সানা, সুশীল মন্ডল, শিবপদ, সুধীর মন্ডল, আমির হোসেন, দিপন জোয়ারদার, হিমাদ্রি ঢালী সহ সমবায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন।
॥ দিঘলিয়া ॥
দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে গতকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলÑ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।” দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয় সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে। উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম এবং অন্যান্য দপ্তরের অফিসার ও সুধী জনেরা সম্মিলিতভাবে পতাকা উত্তোলন করেন। পরে উপজেলার বিভিন্ন সমবায় সমিতি, বিদ্যালয় ও স্থানীয় সংগঠনগুলোর অংশগ্রহণে এক বর্ণাঢ্য সমবায় র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে দিঘলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাস। পরিশেষে তিনি দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
॥ ফুলতলা ॥
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শ্লোগানকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে শনিবার সকাল ১০টায় র্যালী, জাতীয় ও সমাবায় পতাকা উত্তোলন এবং পরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুচি রানী সাহা। উপজেলা সমবায় অফিসার ফারহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। কোহিনুর জাহানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী সমবায় অফিসার মোঃ জাহিদুর রহমান, পাপিয়া রানী হালদার, সমবায়ী মঞ্জুর হাসান, বিষ্ণুপদ দাস, সুরাইয়া ইয়াসমিন, আবুল কালাম সরদার, হাদিস খান প্রমুখ।
॥ বাগেরহাট ॥
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সমবায় বিভাগ আয়োজিত এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হলেন মোঃ মমিনুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। এ সময় সমবায়দের মধ্যে বক্তৃতা করেন সমবায় কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাংবাদিক ইয়ামিন আলী, রংধনু সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বুলু, শিক্ষক সমবায় সমিতির মোঃ হাসিবুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠন সম্ভব। বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে বিভিন্ন নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায় ভিত্তিক কার্যক্রমই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
॥ মোংলা ॥
"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এ স্লোগানকে সামনে রেখে মোংলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মো: জুবাইর হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) শাহরিয়ার আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. আবু হানিফ, টেন স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোংলা পৌর শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ আনিসুর রহমান এবং মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
॥ ফকিরহাট ॥
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এবারের এই প্রতপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের চত্ত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট ইউ, সি, সি, এ, লি: এর চেয়ারম্যান শাহজামান চৌধুরী লরে ও ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ। সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফকিরহাট ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এ্যাড. ফকির ফরহাদ হোসেন, নবজীবন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খান গোলাম মুরশিদ, প্রবাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেডের সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
॥ মোল্লাহাট ॥
বাগেরহাটের মোল্লাহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সফল সমবায়ী আব্দুল হামিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সমবায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী সমবায়ীদের চেক বিতরন করা হয়।
॥ চিতলমারি ॥
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী ও আলোচন সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। উপজেলা মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী শিপ্রা মজুমদার, ভারতী মন্ডল ও ছন্দা মন্ডল। আলোচনা সভা শেষে সমবায়ী ছন্দা মন্ডল ও কৃষ্ণা মন্ডলকে ঋণের টাকার চেক দেওয়া হয়।
॥ মোরেলগঞ্জ ॥
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবদুল হালিম। ইউএনডিপি লজিক প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর মো. আবদুল আলীমের সঞ্চালনা এবং উপজেলা সমবায় কার্যালয়ের মোল্লা মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. কবির হোসেন, শিলা রানী, বাবুল মোল্লা, শওকত আলী প্রমুখ।
॥ চৌগাছা ॥
" সাম্য ও সমতায় ' দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি সমবায় র্যালি বাজার প্রদক্ষিণ করে। বেলা সড়ে ১১ টায় উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা সমবায় অফিসার অহিদুল রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি লিঃ সভাপতি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, ফরেষ্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওলিয়ার রহমান। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শন আল মামুন ও নাজমুল হোসাইন, চৌগাছা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, সীমান্ত বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি আব্দুল কাদের, আলোর সন্ধান নারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি নাজিমা খাতুন প্রমুখ।আলোচনা সবার শেষে ৪ টি বিভিন্ন ক্যাটাগরি শ্রেষ্ঠ সমবায় সমিতির ও সর্বচ্চো রাজস্ব প্রদানকারী সমবায় সমিতির পুরস্কার বিতরণ করা হয়।
॥ কালিগঞ্জ ॥
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথর বক্তব্য রাখেন কালিগঞ্জ ইউপিসিএল-এর সভাপতি শেখ লুৎফর রহমান, কালিগঞ্জ থানার উপপরিদর্শক মাহাবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, শংকরপুর বন্ধন সমিতির পরিচালক আলমগীর হোসেন, নাজমুল হুদা, উপজেলা সমবায় সহকারী কর্মকর্তা আব্দুর শুকুর প্রমুখ। সাংবাদিক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, শিমুল হোসেন, আলমগীর হোসেন, ফজলুল হকসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
॥ তালা ॥
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-শহরে র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন তালা থানার ওসি (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়কারী মোঃ রাকিবুল ইসলাম, তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্পাদক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক আশরাফ আলী, আকবর হোসেন, হাসান আলী বাচ্চু, সমবায়ীদের মধ্যে শেখ রহমত আলী, মুশফেকুজ্জামান ইমন, মুসলিমা খাতুন প্রমুখ। এ সময় ১০টি সফল সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
॥ কালিগঞ্জ (ঝিনাইদহ) ॥
কালীগঞ্জে ৫৪ তম সমবয় দিবস উপলক্ষে শনিবার সকাল দশটার সময় সমবায় অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা চতরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার ভূমি শাহিন আলম। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রাশেদুল আলম। সকাল দশটার সময় উপজেলা ক্যাম্পাস থেকে র্যালি বের হয়ে নিম স্ট্যান্ড ঘুরে উপজেলা এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
॥ কোটালীপাড়া ॥
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, সমবায়ী শেখ সজিব, সুধন্য ঘরামী, নিউটন বাড়ৈ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক শ্রেষ্ঠ সমবায়ী ও বিশিষ্ট সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস তুলে দেন।
॥ মঠবাড়িয়া ॥
‘‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে শহরে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম। বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক সুলতান আহমেদ, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ সমিতির সভাপতি মাহবুবুর রহমান রামিম প্রমুখ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন মঠবাড়িয়া সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত সমবায় অফিসার মোঃ মজিবুর রহমান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত