মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর : বিরামপুরে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসাবে আব্দুল আলীমকে পুলিশ গ্রেফতার করে সোমবার (৩০ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। তিনি বিরামপুর কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বিসকিনী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এঘটনায় চলতি বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলার অজ্ঞাত আসামী হিসাবে আব্দুল আলীমকে (৩১) রবিবার দিবাগত রাতে বিজুল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
থানার ওসি মমতাজুল হক জানান, আটক আসামীকে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত