সিরাজুল ইসলাম, শ্যামনগর : বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বন্ধ কাটি গ্রামের বিশিষ্ট চিংড়ি ব্যবসায়ী ও চিংড়ি চাষী বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিল্পপতি আব্দুস সাত্তার মোড়লের দাফন সম্পন্ন হয়েছে ২৯ জানুয়ারি বাদ জোহর তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে পিতা-মাতার পাশে তার দাফন সম্পন্ন করা হয়। ২৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর তিনি স্ত্রী ছেলে ও কন্যা রেখে গেছেন
তার জানা যায় বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষ দিক মানুষের ঢল নামে তিনি শুধু চিংড়ির চাষী চিংড়ি ব্যবসায়ী ও শিল্পপতি ছিলেন না তিনি তার পাশাপাশি ছিলেন একজন বাংলাদেশের নামকরা দানবীর এই দানবীরের লাশ ঢাকা থেকে কালিগঞ্জ বন্ধ কাটি গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে
তিনি শুধু জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন না প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ছিলেন
তার মৃত্যুতে রাজনৈতিক ও ব্যবসায়ী জগতে যে ক্ষতি হয়েছে তা আর পুষিয়েনেওয়া যাবে না এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রকল্প শাওন ফিস শ্যামনগর উপজেলার হরিনগর মৌজায় এই শাওন ফিস প্রকল্পের স্বত্বাধিকারী ছিলেন আব্দুস সাত্তার মোড়ল। জানাযার আগে তাৎক্ষণিক এক প্রক্রিয়ায় তার পুত্র সাউন্ড জানান আমার পিতার যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেগুলো আমি যাতে পূরণ করতে পারি সেজন্য আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন এবং আমার পিতা একজন বড় ব্যবসায়ী ছিলেন তার লেনদেনের কারণে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকেন আমাকে জানালে আমি তা পরিশোধ করব
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত