
বিজ্ঞপ্তি : বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোমবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হাজরাতলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হাজরাতলা মহিলা সমিতির আয়োজনে এলাকার শিশুদের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করার উদ্দেশ্যে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিন্দু-মুসলমান নির্বিশেষে এলাকার জনগণ এ অনুষ্ঠান উপভোগ করেন। এড. প্রসেনজিৎ দত্তের সভাপতিত্বে এবং উপদেষ্টা গোলাম মোস্তফা ও সমিতির সভানেত্রী উমা বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন এলাকার সর্বজন শ্রদ্ধেয়া ও মহিলা সমিতির উপদেষ্টা শ্রীমতী গীতা দত্ত। অনুষ্ঠনে কবিতা আবৃত্তি করেন মৌসুমী মণ্ডল, মনিমোহন বিশ্বাস এবং সংগীত পরিবেশন করেন নিবেদিতা বিশ্বাস, সুস্মিতা বিশ্বাস, সৃজা বাছাড়, উমা বিশ্বাসসহ আরো অনেক শিশু শিল্পী। উপস্থিত ছিলেন লাইব্রেরির সহ-সভাপতি সুশীলা টিকাদার, সম্পাদক মিনতী মণ্ডল, শেফালী মণ্ডল, প্রতিমা রায়, সুনিতা ঢালী, শান্তা মণ্ডল, মনিকা টিকাদার, ইরানি আক্তার, সেতু গাইন প্রমুখ।