
জন্মভূমি ডেস্ক : গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবারও খেলছি দুর্দান্ত। তবে ভারতের বিপক্ষে ফাইনালে সবাইকে চমকে দিয়ে ৫০ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। দশ উইকেট হাতে রেখে সে লক্ষ্য অতিক্রম করতে ভারতের মোটেই বেগ পেতে হয়নি রোহিত শর্মাদের। বিশ্বকাপের ঠিক আগ দিয়ে দলের এ অবস্থায় লঙ্কান বোর্ড পরিবর্তন নিয়ে আসছেন দলের অধিনায়কত্ব থেকে কোচিংয়ে। এমনটায় জানায় শ্রীলঙ্কার সাংবাদিক রেক্স ক্লেমেন্তাইনে।
লঙ্কান সাংবাদিক রেক্স ক্লেমেন্তাইনের জানায়, তাহলে পর্দার আড়ালে বেশ ভালোই ঝড় বইছে লঙ্কান বোর্ডে। তিনি জানিয়েছেন, অধিনায়কত্ব হারাতে চলেছেন অলরাউন্ডার দাসুন শানাকা। বিশ্বকাপের আগে নেতৃত্ব চলে যেতে পারে উইকেটকিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিসের হাতে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) এ ক্লেমেন্তাইন জানিয়েছেন, ‘গুরুত্বপূর্ণ সভা হবে আজ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে। দাসুন শানাকা অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন, এমনটা মনে করা হচ্ছে। শ্রীলঙ্কার নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কুশল মেন্ডিস।’
হুট করে অধিনায়কত্বে বদল আনলে শ্রীলঙ্কার যে সমস্যা হতে পারে, সেটাও বোঝা গেছে ক্লেমেনাতিনের কথায়, ‘দাসুনের জন্য খারাপ লাগা স্বাভাবিক। তার চেয়ে বন্ধুত্বপূর্ণ মানসিকতার অধিনায়ক পাওয়া সম্ভব না, খেলোয়াড়দের সঙ্গেও সে অনেক ভালো ব্যবহার করে।’