
ক্রীড়া প্রতিবেদক : অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ। ৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের কি বিশ্বকাপে খেলা হবে? সাম্প্রতিক সিরিজগুলোতে দলে জায়গা না পাওয়ায় এ প্রশ্ন বড় হয়ে সামনে আসে। নির্বাচকরা অবশ্য বলছিলেন বাদ নয়, বিশ্রাম দেয়া হয়েছে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনও মনে করে অভিজ্ঞ মাহমুদুল্লাহ বিশ্বকাপের দলে থাকবেন। চেমসফোর্ডে চলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুই দল। মাঠে উপস্থিত ছিলেন ইংল্যান্ডে অবস্থানরত পাপন। সেখানে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘মাহমুদুল্লাহ, আমার ধারণা, থাকবে বিশ্বকাপে।’
বিষয়টির ব্যাখা দিয়ে তিনি আরও যোগ করেন, ‘হৃদয়-শান্তকে বিশ্রাম দিয়ে কিছুদিন কাউকে খেলানো যাবে, এটা যতটা সহজ, কিন্তু মাহমুদুল্লাহকে স্কোয়াডে রেখে খেলাচ্ছে না (এটা ততটা সহজ নয়)। এটা সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে (প্রশ্ন উঠতে পারে)।
এই জিনিসগুলোই চিন্তা করে (তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াড রাখা হয়নি)।’ আইরিশদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের আগে নির্বাচকরা জানিয়েছিলেন, মাহমুদুল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক পারফর্ম্যান্স হতাশাজনক হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে, এমন গুঞ্জনই জোরালো।