জন্মভূমি ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দুই পর্বে তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের আহমদ পক্ষের অনুসারীরা অংশ নেবেন। দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা ওয়াসিফুল ইসলাম পক্ষের অনুসারীরা।
উভয় পক্ষের নেতাদের নিয়ে বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘ইজতেমায় বিদেশিরা কীভাবে আসবে পরে এ নিয়ে সভা হবে। যা যা প্রয়োজন- বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সচিবসহ বসে সিদ্ধান্ত নেবেন।’
তিনি বলেন, ‘আরেক দাবি তারা করেছিলেন, মসজিদে মসজিদে যেন কোনো গ্রুপ প্রাধান্য না পায়, সবাই মিলেমিশে কাজ করতে পারে। ধর্ম প্রতিমন্ত্রী এটি সব মসজিদে জানিয়ে দেবেন। ধর্মের দাওয়াতে এক গ্রুপ যাওয়ার পর আরেক গ্রুপ যেতে পারবেন। মসজিদ কর্তৃপক্ষ নিরপেক্ষ থাকবে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা দেখেছি ইজতেমা দুটি ভাগ হয়ে গিয়েছিল। বাধ্য হয়েই দুই গ্রুপকে দুই সময়ে করতে দেওয়া হয়।’
বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জহাঙ্গীর আলম ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত