
তথ্যবিবরণী : বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ রবিবার সকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’। সভায় অতিথিরা বলেন, কুষ্ঠ রোগ ছোঁয়াচে নয়, নিরাময়যোগ্য। চিকিৎসার মাধ্যমে এ রোগ ভাল হয়। এই তথ্য প্রচার প্রচারণার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে হবে। কুষ্ঠ রোগের উপসর্গ দেখা দিলে রোগীকে সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। এ রোগ সম্পর্কে সমাজে প্রচলিত কুসংস্কার থেকে সবাইকে সচেতন করতে পারলে ২০৩৫ সালের মধ্যে দেশে কুষ্ঠ নিয়ন্ত্রণ হবে বলে আশা করেন অতিথিরা। আলোচনা সভায় সাবেক যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল আজাদ, বেসরকারি উন্নয়ন সংস্থা পিনোনে’র প্রজেক্ট অ্যান্ড মেডিকেল ডিরেক্টর সিস্টার ডাঃ রবার্তে সিএসএস আভা সেন্টারে ম্যানেজার মোঃ মোহসিন উদ্দিন, পিকেএসর এর ফেরদৌস কবীর, মো: আক্তার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। এসময় কুষ্ঠরোগ নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুলনা সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে সিভিল সার্জন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শ্রেণি পেশার জনগণ অংশ নেন। উল্লেখ্য, কুষ্ঠরোগের প্রাথমিক লক্ষণ চামড়ায় হালকা বাদামী বা ফ্যাকাশে অথবা লালচে অবশ দাগ, দানা বা গুটি কিংবা চামড়া মোটা হয়ে যাওয়া। উপজেলা হাসপাতাল, কুষ্ঠ ক্লিনিক, কুষ্ঠ হাসপাতাল ও বক্ষব্যাধি ক্লিনিকসমূহে বিনামূল্যে কুষ্ঠরোগের চিকিৎসা পাওয়া যায়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত