ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : “বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪” উপলক্ষ্য দুধ ও দুগ্ধজাত পণ্য খাওয়া বিষয়ে উদ্বুদ্ধ করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা সহ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
শনিবার সকাল ১০টায় জেলা প্রাণি সম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি, জেলা প্রসাশক মোহাঃ খালিদ হোসেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ছায়েব আলী এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ছায়েব আলী, ডাঃ জয়দেব কুমার সিংহ উপ-পরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র বাগেরহাট, ডাঃ পরিতোষ রায় জেলা ট্রেনিং অফিসার, ডাঃ মনোহর রঞ্জন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা, এলডিডিপি কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের খামারী।
এসময় প্রাণিসম্পদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ি, খামারী, ভেটেরিনারি ঔষধ কোম্পানি, প্রাণিসম্পদ সেবা সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং দেশী ও আর্ন্তজাতিক বে-সরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইউএসএআইডি এর অর্থায়নে আর্ন্তজাতিক বে-সরকারী উন্নয়ন সংস্থা/ভোকা কর্তৃক বাস্তবায়িত “ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি সংস্থাটি প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং দুধ, দুগ্ধজাত পণ্য খাওয়ার গুরুত্ব বিষয়ে বিতরণ করেন ও ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া তৈরী করতে সক্ষম হয়।
এসময় বক্তারা দুধ ও দুগ্ধজাত পণ্য ব্যাবসায়ীরা তাদের বিক্রয় কেন্দ্র সুসজ্জিত করার মাধ্যমে দুধ ও দুধের তৈরী খাবার খাওয়ার স্বাস্থ্য উপকারিতা বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান করে। সরকারী স্বাস্থ্যকর্মী ও প্রাণি সম্পদ সেবাদান কারীর মাধ্যমে দুধ ও দুধের তৈরী খাবার খাওয়ার স্বাস্থ্য উপকারিতা বিষয়ে বার্তা প্রদান করে। স্থানীয় পর্যায়ের স্কুলের ছাত্রছাত্রী ও বাজারে উপস্থিত মানুষের মধ্যে বার্তা প্রদান করে। উক্ত কার্যক্রমগুলোর ফলে সবাই দুধ এবং দুধের তৈরী খাবার খাওয়ার ব্যাপারে আরো উৎসাহিত হবেন এবং পারিবারিক পর্যায়ে দুধ ও দুধের তৈরী খাবার খাওয়ার হার বৃদ্ধি পাবে।
বিশ্ব দুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Leave a comment