
জন্মভূমি ডেস্ক : বিসিএসে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানোর উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারনত মৌখিক পরীক্ষা ২০০ নম্বরের পরীক্ষার পরিবর্তে ১০০ নম্বর করতে চায় পিএসসি । সেক্ষেত্রে বিসিএসের মোট ১১০০ নম্বরের পরিবর্তে ১০০০ নম্বরের পরীক্ষা হবে। পিএসসির পক্ষ থেকে এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। পিএসসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র থেকে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবের অনুমোদন পেলে ৪৪তম বিসিএস পরীক্ষা থেকেই এটি কার্যকর হবে। এদিকে ৪৭তম বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করেছে পিএসসি। আজ সোমবার এ প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক ৩৫০ করা যেতে পারে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি গত বৃহস্পতিবার প্রকাশ করেছে পিএসসি। এ বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭, আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টায়, শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।