
বিজ্ঞপ্তি : বিসিক প্রশিক্ষণ ইনিস্টিটিউট (বিটিআই) ঢাকার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর শিববাড়ী বিসিক আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্পোদ্যোক্তাদের উপস্থিতিতে ‘স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল অর্থনীতির দেশ স্তরে বাংলাদেশের উত্তরণ’ ‘অভিঘাত এবং অভিযোজন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরীণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান। বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন খুবি অধ্যাপক ড. মো: নুরুন্নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী মাহবুবুর রশিদ, ইঞ্জিনিয়ার মো: শফিকুল আলম, জিনাত আরা আহমেদ, ইফতেখার আলী বাবু, খান সাইফুল ইসলাম।
বিসিক চেয়ারম্যান বলেন, কুটির মাইক্রো ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নে বিসিক উদ্যোক্তাদের জন্য নিবিড়ভাবে কাজ করছে। প্রতিটি জেলায় মেলার ব্যবস্থা করেছে, প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ নানামুখী কাজ করছে। শিল্পনগরী গুলোতে ডিসপ্লে সেন্টার তৈরির কথা ব্যক্ত করে তিনি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে খউঈ থেকে উন্নয়নশীল অর্থনীতির দেশ স্তরে বাংলাদেশকে উত্তরণ ঘটাতে উদ্যোক্তাদের সময়ের প্রযুক্তি কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করতে হবে (চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।
এ কর্মশালা সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিটিআই’র সহযোগী অনুষদ সদস্য তানজিম আহমেদ। সঞ্চালনা করেন মূল্যায়ন ও পরিধারণ কর্মকর্তা তানিয়া জাহান তমা।