
ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে শিরোপা জয়ের আনন্দের চেয়ে বেশি আলোচনায় এসেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিতর্ক।
নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন ট্রফি দেওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভির হাতে। কিন্তু ভারতীয় দল তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। ফলে ইতিহাসে প্রথমবার কোনো চ্যাম্পিয়ন দল মাঠে ট্রফি হাতে নেয়নি। খেলা শেষে মাঠেই উদযাপন করলেও ট্রফির কাছেই যাননি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
এমন পরিস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সামাল দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি পাকিস্তান দলকে রানার্সআপ মেডেল ও পুরস্কার তুলে দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বুলবুল জানান, ভারতকে ট্রফি দেওয়ার বিষয়ে এসিসি বৈঠকে বসবে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলবে।
তিনি বলেন, ‘বোর্ডের সঙ্গে আলোচনা চলছে এসিসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে। চেষ্টা করব, আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে।’
ভারতের ট্রফি না নেওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত না জানালেও তিনি এটিকে কূটনৈতিক জটিলতা বলে উল্লেখ করেন। ‘এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না। তবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা হয়তো চ্যাম্পিয়নস ট্রফি নিতে চায়নি,’ বলেন বুলবুল।
এদিকে ফাইনালে বাংলাদেশের অনুপস্থিতি নিয়েও আক্ষেপ করেন বিসিবি সভাপতি। তার মতে, ফাইনালে পাকিস্তানের বদলে বাংলাদেশই থাকতে পারত। ‘প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল। শ্রীলঙ্কার সঙ্গে যেভাবে জিতেছিলাম, ইন্ডিয়া-পাকিস্তান দুটো ম্যাচই আমাদের জেতা উচিত ছিল,’ বলেন তিনি।
বাংলাদেশ দলের দুর্বল ব্যাটিং নিয়েও কথা বলেছেন বুলবুল। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলে তিনি জানান, গম্ভীর বাংলাদেশের ব্যাটিং উন্নতির দিকেই নজর দিতে বলেছেন। ‘গৌতম গাম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিল যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন আরেকটু কাজ করতে হয়,’ বলেন বিসিবি সভাপতি।
উল্লেখ্য, এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স ছিল মোটামুটি দুর্বল। সুপার ফোরে পাকিস্তানের দেওয়া মাত্র ১৩৫ রানের লক্ষ্য পেরোতেও হিমশিম খেয়েছিল টাইগাররা।